উজাড় মৌনতা

শতাব্দীর শেষ, অপেক্ষার স্বাহা৷
সৌর ঝড়, প্রস্তুতি প্রবল৷

একপাশে ঘুমন্ত মেঘ৷ যুদ্ধের অনীহা৷

ছুঁয়ে দেখি বরফ পড়েছে৷ 
ভেজা ভেজা চাদরে শৈশব, কৈশোর মুছেছে৷

ধীর লয়ে অপেরার ধ্বনি
               ওপারেও অজানা বাউল...
আগে কেউ কোনোটা শোনেনি৷ 
                  ভরা নদী, ভাঙনশঙ্কুল৷

বিনম্র 
      শিৎকার 
               ঠোটে... 
নিঃশ্বাসে বিশ্বাস ভরা উজাড় মৌনতা৷
খোলে পাতা, উপন্যাস, না বলা কবিতা৷
                    ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য