খুন
ভাগ্যের চাবুকে
চামড়ার পিঠও শালা তক্তা৷
সঙ্গহীন গাধার মতই
হেঁটে চলা রোজ থুতু ফেলে৷
মুখ তুলে ঈশ্বরকে খিস্তি৷
তুমিও তো একগুয়ে ষাড়,
কার ঘাড়ে দোষারোপ ঠেলি?
দ্রোণাচার্য
পারেনি শেখাতে৷
তফাৎ কোথায় আজ তুমি ও আমাতে?
চেনোনি মদের রং,
জল ভেবে করে গেলে ভুল৷
আসক্তি ও প্রেমে বহু ফারাক গো৷
বিপদ শঙ্কুল৷
হতেও পারতো জয় যুদ্ধের কারগিলে৷
নিজেই টিপেছি গলা,
বাকি তুমি খুন করে দিলে৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..