অন্ধ

মোহ ঘিরে প্রত্যাশা, লালসা৷
                      অবুঝে না বোঝে ঠিক৷
মৃত রাজ্য দুর্বৃত্ত-পাশায়...
                    ভবিষ্যত হারায় প্রদীপ৷

বন্ধ চোখ,
অন্ধ৷ কার?

শুনে ও দেখেও জগন্নাথ কঠিন পাহাড়৷

দুর্দান্ত শিক্ষার ধাঁচ
সময়ের৷ দর্পনে দর্শন, আমৃত্যু প্রতিফলন৷

ওপারে আগামী... ছন্নছাড়া অতীত৷ ছারখার৷
                       ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত