অন্ধ
মোহ ঘিরে প্রত্যাশা, লালসা৷
অবুঝে না বোঝে ঠিক৷
মৃত রাজ্য দুর্বৃত্ত-পাশায়...
ভবিষ্যত হারায় প্রদীপ৷
বন্ধ চোখ,
অন্ধ৷ কার?
শুনে ও দেখেও জগন্নাথ কঠিন পাহাড়৷
দুর্দান্ত শিক্ষার ধাঁচ
সময়ের৷ দর্পনে দর্শন, আমৃত্যু প্রতিফলন৷
ওপারে আগামী... ছন্নছাড়া অতীত৷ ছারখার৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..