গলাধঃকরণ
অসম্মান গিলেছ কখনো?
ঢোক দিয়ে গিলে নিতে হয়৷
হৃদয়ে লুকিয়ে রেখে বীজ
বাকি টুকু গলাধঃকরণ৷
ক্ষিধের পাচনে সে উর্বর হলে
বীজ ফুঁড়ে উঠে আসা
গাছটি সূর্যের বুকে
লিখে ফেলে
অন্তিম
সংলাপ৷
অসম্মান গিলে নিতে হয়৷এটুকু সঞ্চয়৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..