গলাধঃকরণ

অসম্মান গিলেছ কখনো? 
                         ঢোক দিয়ে গিলে নিতে হয়৷

হৃদয়ে লুকিয়ে রেখে বীজ
বাকি টুকু গলাধঃকরণ৷

         ক্ষিধের পাচনে সে উর্বর হলে
             বীজ ফুঁড়ে উঠে আসা 
               গাছটি সূর্যের বুকে
                   লিখে ফেলে 
                       অন্তিম 
                       সংলাপ৷

   অসম্মান গিলে নিতে হয়৷এটুকু সঞ্চয়৷
                ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত