বাদুড়ের ঘর থেকে

ধীরে ধীরে নিভে আসা প্রেমনামা খুঁজেছি পাহাড়ে৷
পাথরের ফাঁকে বসে ঈশ্বর দেখেছে চুপিসাড়ে৷

খেলাঘর শেষ৷ টস-এ হারিয়েছি কয়েনের পিঠও৷
ঢাকা সাগরের জল চোখে ডুবে সে ই মেপে নিত৷

বই তাকে তুলে রাখা একখানি শেষের কবিতা...
শ্রোতাহীন, গৃহকোণে গুমরে মরেছে চুপকথা৷

পিয়ানোর ছোঁয়া, ঘরে বাতাসে স্মৃতির সুর মৃদু৷
যেখানে মনের বাস, জানি না সে গুহা কত দূর৷

দু-ফোঁটা জলের শোক ভুলে যেতে ঘুরেছি বিদেশে৷
কে কত হারালো তার.. সময় হিসেব করে শেষে৷

গরিবের দূরবিন, নিষ্পলক পিয়াসী রেটিনা৷
বাদুড়ের বিষ ঘরে কালসর্প তুলে ধরে ফণা৷

দূর থেকে কানে ভাসে ফেলে আসা না বলা সংলাপ৷
জানালার রডে আজও রয়ে গেছে অপেক্ষার ছাপ৷
                         ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য