পূবালী

পূর্ব থেকে এসেছ পূবালী? 
                           সূর্যের উত্তাপ সাথে..

ভেতরে ঘুমিয়ে আছে খোকা৷

পড়ন্ত দুপুর৷
অলসতা৷

শঙ্খের আজান ধ্বনি শুনেছ কখনো?
অবিরাম বাজে৷
চেনা পরিধীর উর্ধে তীক্ষ্ণ ধ্বনি৷

গাছ হয়ে দেখ, বুক জুড়ে অসীম বনানী৷
                   ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য