পূবালী
পূর্ব থেকে এসেছ পূবালী?
সূর্যের উত্তাপ সাথে..
ভেতরে ঘুমিয়ে আছে খোকা৷
পড়ন্ত দুপুর৷
অলসতা৷
শঙ্খের আজান ধ্বনি শুনেছ কখনো?
অবিরাম বাজে৷
চেনা পরিধীর উর্ধে তীক্ষ্ণ ধ্বনি৷
গাছ হয়ে দেখ, বুক জুড়ে অসীম বনানী৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..