খাদ ( লিমেরিক )

বহু স্বপ্নই অভিশাপ হয় দিন বদলের সাথে৷
সুখি গৃহকোণে আগামীর বিষ, বিষাদের সন্ধ্যাতে৷

হৃদয়ে বৈরি অঙ্কের স্বাদ,
প্রকৃতির বুকে কংক্রিট খাদ৷

নিজের দেহই ঠোকরাই রোজ শকুনের পায়ে পায়ে৷
                      ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য