বন্দিশ
সম্পর্কের ধ্রুবরেখা নেই৷ অল্প তৈলাক্তকরন
অথবা আপোষে ভাসা, জলে জলে আমৃত্যু-বরণ৷
নিংড়ানো রসনা স্বাদ, শেষ পাতে ছিবড়েই কিছু..
পৃথিবী ছাড়িয়ে চলে যারা, গভীর অনুসন্ধিৎসু৷
বিষাক্ত ফার্ণের দেশে মাটির ফলনে খরা, বালি৷
সাময়িক সুখে আহ!
নেশাতুর সঙ্গম প্রণালী৷
ক্ষুর ক্ষয়ে ঘানির বলয়ে সংসার "বন্দিশে"...
বেঁচে আছে বহু দেব-দেবী, নির্ঘুম প্যারালিসিসে৷
তবু কিছু ছোঁয়া বিঁধে রাখা, সজত্ন সেলাই৷
খুলে দেওয়া মোচড়ানো খাতার অর্গাজমে
বৃষ্টির সানাই৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..