আগমন
যে সুর গাঁথা মনের ভেতর, অন্ধকারের পরে...
দাদরা তুলে বাজিয়ে দেখ প্রেমের অলঙ্কারে৷
ঠোঁট ছুঁয়ে কেউ নেমে এলে
তানপুরা নামে লো স্কেলে৷
নাছনিয়া বুকে ঝংকার ওঠে বিষাদের শহরে৷
✍ প্রভাত ঘোষ.⚡
যে সুর গাঁথা মনের ভেতর, অন্ধকারের পরে...
দাদরা তুলে বাজিয়ে দেখ প্রেমের অলঙ্কারে৷
ঠোঁট ছুঁয়ে কেউ নেমে এলে
তানপুরা নামে লো স্কেলে৷
নাছনিয়া বুকে ঝংকার ওঠে বিষাদের শহরে৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..