আগমন

যে সুর গাঁথা মনের ভেতর, অন্ধকারের পরে...
দাদরা তুলে বাজিয়ে দেখ প্রেমের অলঙ্কারে৷

ঠোঁট ছুঁয়ে কেউ নেমে এলে
তানপুরা নামে লো স্কেলে৷

নাছনিয়া বুকে ঝংকার ওঠে বিষাদের শহরে৷
                     ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য