নক্ষত্র ক্ষয়

কে খবর রাখে কবি না ভিখারি..
স্থাপন করেছে দেশ৷
কার লেখা দেয় কত দূর পাড়ি
ফেসবুকি সমাবেশ৷

শব্দ পাহাড়ে উপমার খেলা
রোদের ওপর নাম৷
স্বভাবি রাজার প্রাপ্তি ভেলায়
অভুক্ত সম্মান৷

সে নক্ষত্র নামহীন জ্বলে
অভাগার পরিবারে৷
খাট-বাড়ি-জমি জীর্ণতা ভুলে
কলমের বেলা বাড়ে৷

বেনামি কাগজে কোন সংবাদে
ধূলোবালি পরিচয়৷
দায়সারা কথা প্রলাপের খাদে
পান্ডুলিপির ক্ষয়৷

বেলাশেষে মৃত নক্ষত্রেরা
ঠিকানাও বদলায়৷
একা পড়ে থাকে নাটুকে মহড়া
শতাব্দী নিভে যায়৷ 
                    ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য