বিষোদ্গার

ঊর্ণাজালে লেপ্টে আছে দিন,
বৃষ্টি হলেই উপড়ে আসে ছাল৷
টাকার কাছে হার মেনে যায় ঠিক...
মরার আগেই বিষন্ন কঙ্কাল৷

লাল বাতিতে ভুলের এলার্ম কই?
মাঝ বয়সে চাকার তলে ক্ষয়৷
আলমারিতে সাজিয়ে রাখা বই
পেট চালাবে? প্রচন্ড সংশয়৷

মোদ্দা কথা মাথার ওপর দা
কাটতে থাকুক মনের ভেতর ঘুণ৷
কেউ দেখেনা কষ্ট, বিষোদ্গার,
ঘেন্না বুকে ঘুমোচ্ছে প্রত্যুষ৷

শ্রদ্ধা যেন হঠাৎ নিরুদ্দেশ
অঙ্ক বলে কে ভালো কে ছার...
রাজ জোটকে মীনের সাথে মেষ,
ভাগ্যে চেপেই সপ্ত সাগর পার৷
          ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য