অগ্ন্যুৎপাত

পর্ণমোচী আঁকা পিঠে, বাসন্তি রঙের ফুল ঝরে৷
উল্টে পাল্টে দেখে দূর থেকে ফিরে আসা ঘরে৷
ছবির মতই কোন, মনের দেয়ালে তুলে রাখি৷
শ্রী ফোটা পর্ণশ্রী যেন প্রেমিকের ভাষ্কর্য প্রাচীন৷

দৃষ্টিতে রাত্রির গভীরতা....
                             কে কবে মেপেছে বল সই?
ফেসবুকে নির্বাক বন্ধুতা,
                                  মহাকাশে বিস্তর সংশয়৷

হয়তো বহতা নদী৷ স্রোতস্বীনি, উপত্যকাহীন৷
কবিতায় লেখা কথা গোপন থাকাই সমীচিন৷

বকুলের ফুলে লেখা ভ্রমরের প্রেমিক সংলাপ৷
ধুয়ে যাক জোড়া নদী অগ্ন্যুৎপাতে ওঠা পাপ৷
                      ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য