এক পাহাড়ি মেয়ে

সতস্ফুর্ত ফিরিতেছিলে
North Pelling এর পথে,
ভুবন ভোলানো তোমার হাঁসি
ঠোটের কোণাতে৷

ফুরফুরে সেই হিমেল হাওয়া
পাইন গাছের সারি,
পাহাড় মাঝে নজর কাড়া
সেই মোহিনী নারী৷

রোদ্দুরেতে দাঁড়িয়ে ছিলে
রঙিন বাড়ির পাশে,
তোমার বাড়ি যেথায় পাহাড়
আকাশ মাঝে মেশে৷

সখির সাথে দাঁড়িয়ে ছিলে
সবুজ জামা গায়ে,
অসাধারন রঙিন জুতো
ফর্সা জোড়া পায়ে৷

হৃদয় আমার যায় হারিয়ে
তোমার দিকে চেয়ে,
সে যে আমার হৃদয় ছোঁয়া
এক পাহাড়ি মেয়ে৷

                         — প্রভাত...

Comments

  1. Really appreciate the way you take inspiration from the real life around

    ReplyDelete
  2. Shotti sundor may r tr chinta shakti

    ReplyDelete
  3. osadharon rongin choti
    forsa jora pai....
    dile I think besi bhalo hoto

    ReplyDelete
    Replies
    1. Hmm.. Nice suggestion.. But Okhane Choti pore khub kom e ghurte dekhlam.. Ja thanda.. R meyeta sotti Jutoi porechilo... Tai Juto Likhlam....

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. চল, কিছু টাটকা সবজি কিনতে যায় !!!

    ReplyDelete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত