পেলিং এর সে রাত্রি
পেলিং এর সে রাত্রি
*******************
*******************
বিস্মিত হয়ে ফিরিতেছি জোছনা রাতে,
পাহাড়ি সুন্দরী পেলিং
উপভোগের আকাঙ্খাতে৷
যেন তারারা দিচ্ছে উঁকি পাহাড়ে,
চাঁদের আলোয় ভাসমান মেঘ আলোকিত,
পাইন গাছের ফাঁকে জোছনার আলো,
মোর হৃদয় করেছে শিহরিত৷
পাহাড়ি সুন্দরী পেলিং
উপভোগের আকাঙ্খাতে৷
যেন তারারা দিচ্ছে উঁকি পাহাড়ে,
চাঁদের আলোয় ভাসমান মেঘ আলোকিত,
পাইন গাছের ফাঁকে জোছনার আলো,
মোর হৃদয় করেছে শিহরিত৷
জোছনা রাতে স্নিগ্ধ হিমেল বাতাস,
কাছে পাহাড়ি নদীর শব্দের আভাস৷
নয়তো বা কোন ঝর্ণা কাছাকাছি,
আগুনের উত্তাপ স্পর্শরতা সুন্দরী,
নিঃস্বাশে পাহাড়ি ফুলের সুবাস৷
আমি পেলিং এর পথে শহুরে এক যাত্রি,
মুগ্ধ করেছে মোরে পেলিং এর সে রাত্রি৷
— প্রভাত...
কাছে পাহাড়ি নদীর শব্দের আভাস৷
নয়তো বা কোন ঝর্ণা কাছাকাছি,
আগুনের উত্তাপ স্পর্শরতা সুন্দরী,
নিঃস্বাশে পাহাড়ি ফুলের সুবাস৷
আমি পেলিং এর পথে শহুরে এক যাত্রি,
মুগ্ধ করেছে মোরে পেলিং এর সে রাত্রি৷
— প্রভাত...
প্রভাত, সত্যি অসাধারণ .. no words this time
ReplyDeleteOsadharon...probhat
ReplyDeleteThank U Moni Di & Tanaya...
ReplyDeleteNice one. Carry on
ReplyDeleteThank u ....
DeleteVery very nice ... pelling ki yaadein taza ho gayi
ReplyDeleteSamajh nhi aaya
ReplyDeleteSamajh nhi aaya
ReplyDeleteBengali me hai.. baad me samjha dunga..
DeleteThanks...
ReplyDelete