পেলিং এর সে রাত্রি

পেলিং এর সে রাত্রি
*******************

বিস্মিত হয়ে ফিরিতেছি জোছনা রাতে,
পাহাড়ি সুন্দরী পেলিং
উপভোগের আকাঙ্খাতে৷
যেন তারারা দিচ্ছে উঁকি পাহাড়ে,
চাঁদের আলোয় ভাসমান মেঘ আলোকিত,
পাইন গাছের ফাঁকে জোছনার আলো,
মোর হৃদয় করেছে শিহরিত৷

জোছনা রাতে স্নিগ্ধ হিমেল বাতাস,
কাছে পাহাড়ি নদীর শব্দের আভাস৷
নয়তো বা কোন ঝর্ণা কাছাকাছি,
আগুনের উত্তাপ স্পর্শরতা সুন্দরী,
নিঃস্বাশে পাহাড়ি ফুলের সুবাস৷
আমি পেলিং এর পথে শহুরে এক যাত্রি,
মুগ্ধ করেছে মোরে পেলিং এর সে রাত্রি৷

                                          — প্রভাত...

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য