13th December

13th December
*****************

আমায় তুমি বাসনি ভালো কভু,
তাই হয়তো এমন নিরবতা৷
তোমার ছবিতে Tag নেই আজ আমি,
এ ভালোবাসায় আমার ব্যর্থতা৷

হয়তো সত্যি ছিলে নিরূপায়,
নয়তো বা ইচ্ছে তোমারো ছিল৷
মোর জীবনে থাকলো নাহয় আঁধার,
তুমি নিজের খুশির প্রদীপ জ্বেলো৷

লাল ঠোঁট আর সবুজ সালোয়ার,
লাগছে তোমায় দেখতে ভারি মিষ্টি৷
হৃদয় হতে মুষড়ে গেলেও তোমায়,
দিয়ে যাব ভালোবাসার দৃষ্টি৷

হয়তো আমি মূল্যহীন আজ,
শুধুই অতীত আজকে তোমার কাছে৷
থাকো তুমি নুতন ভালোবাসায়,
স্বর্ণ সম স্মৃতি আমার কাছে৷

আর কয়েকটা দিন পেরলেই ব্যাস,
এই তো কাছেই 13th December,
কে নেভাবে মনের দাবানল,
হৃদয় জুড়ে এই বেদনার ঝড় ?

                                      — প্রভাত...

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য