সেই রূপসী চাঁদ

সেই রূপসী চাঁদ
****************
দুচোখ ভরে দেখার আশায়
আমি সান্ধ্য ভ্রমনে,
হৃদয় জুড়ায় অচেনা পাখির
সুরেলা কূজনে৷

একটি দুটি দোকান খোলা
সুরা পানের আসর,
রাত্রি বাড়ার সাথে প্রকৃতি
সাজায় আপন বাসর৷

পাহাড় জুড়ে ঘরের আলো
জ্বলছে বুঝি তারা,
চাঁদের আলোয় মুগ্ধ করা
সেই ঝর্নার ধারা৷

প্রকৃতি মাঝে হারিয়ে যাবার
পূর্ণ হল সাধ,
মেঘের মাঝে উকি দেওয়া
সেই রূপসী চাঁদ৷

                   — প্রভাত...

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য