হিমালয়ের বুকে

হিমালয়ের বুকে
****************
ধোঁয়ায় ভরা জীবন আমার
শব্দে ঝালাপালা,
বিষক্রিয়ায় প্রহর কাটে
হৃদয় মাঝে তালা৷

বিষন্নতা ও অবসাদের
কাটাতে দুর্দিন,
হিমেল অনুভূতির আশায়
ছুটলাম পেলিং৷

অসাধারন স্রোতের ধারায়
পাহাড়ি রঙ্গিত,
পাহাড় মাঝে বাজাও তুমি
আপন সঙ্গীত৷

অবর্ননীয় সে সৌন্দর্যের
নেইকো সজ্ঞা,
সূর্য কিরনে অপরূপা তুমি
কাঞ্চনজঙ্ঘা৷

পাহাড় মাঝে সূর্য কিরন
খেলছে আলো ছায়া,
বিষাক্ত এ হৃদয় জুড়ায়
স্নিগ্ধ হিমেল হাওয়া৷

প্রভাত কিরনে রাঙিয়ে ওঠো
মেঘের আলয়,
উচ্চ শিরে বাহুবলী
বীর হিমালয়৷

টাকার নেশায় ব্যস্ত মানুষ
থাক কৃত্রিম সুখে,
শান্তি আমি পাই যে খুঁজে
হিমালয়ের বুকে৷

                     — প্রভাত

Comments

  1. Wow nice .. yaadein taza ho gyi

    ReplyDelete
  2. রঙ্গিত মানে রঙিন ?

    ReplyDelete
  3. ভাই না বলে পারছিনা| আবার প্রভাত কিরন

    ReplyDelete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য