জ্বলছে ভালোবাসা

জ্বলছে ভালোবাসা
*****************

হঠাৎ কোথাও তোমায় দেখে,
শিউলি তলে পথের বাঁকে,
হৃদয়ে মোর জোয়ার ওঠে,
মিষ্টি হাঁসি তোমার ঠোঁটে৷

পরক্ষনেই ফেরার পথে,
অন্যের হাত তোমার হাতে,
ডুকরে উঠে ভাঙলো আশা,
সহজ সরল ভালোবাসা৷

সেই তো তোমার Priority
যে হৃদয় নিয়ে খেলে,
আমায় দেখে প্রেম জাগে না,
আমি যে ভদ্র ছেলে৷

পাড়ার যত চ্যাংড়া ছেলে,
রাত্রি হলেই মদ্য গিলে,
তাদের ভাষায় মাল পটেছে,
খাঁসা এক Figure জুটেছে৷

ওদের হামেশাই দেখা যায়
Disk এ কিংবা Mall এ,
আমায় দেখে প্রেম জাগেনা,
আমি যে ভদ্র ছেলে৷

ভবিষ্যতটা একটু জানা,
হয়তো তুমি করবে মানা,
Macho ছেলের প্রতারনায়,
যেতেই হবে তার বিছানায়৷

আর কিছুদিন পরেই Break Up,
চোখের জলে ঘুঁচবে Make Up,
সেদিন বালিশ নিয়ে কোলে,
পুড়বে হৃদয় দাবানলে৷

যেদিন তোমার ভাঙবে হৃদয়
কাঁদবে বিছানায়,
জ্বালিয়ে দেব ভালোবাসা
আমার কবিতায়৷

                   —প্রভাত...

Comments

  1. Dedicated to All One Sided Lovers..

    ReplyDelete
  2. Sahi baat bola hai poem me... Yehi prblm hai aajkal society me. Log quality nahi dekhte hai quantity dekhte hai... Isliye to Baad me breakup hota hai.

    ReplyDelete
  3. উউউফ..., চোখে জল এনে দিলি রে ভাই...!!!
    just fatafati...!!! (y)

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Best so far, strong and direct....

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. There's another type of one sided love... they were best pals together, always supportive, fond of each other, the entire world thinks they're nice togther, but just he/she thinks "i just can't think of you that way, but i can't even loose you".. this is also a shitty type, if you still love them too much you end up wishing the best for them and sometimes being friends with their future partner.. you love him/her too much to cut off the contact forever... ill wait to read something for them too

    ReplyDelete
  8. শেষ দুটো লাইন অসাধারণ।।। এভাবেই জলতে থাকে ভালোবাসা।।। শুভেচ্ছা।।

    ReplyDelete
  9. Moner Anal - kor6e Dahan
    Jol6i Dibanishi-
    r Katokaal ? Purle Bujhbe -
    Tomay Bhalobasi....?

    ReplyDelete
  10. Dhonnobad Apnake Unknown Reader...

    ReplyDelete
  11. খুব সুন্দর লিখেছেন । হয়তো অনেকেরই মনের কথা !

    ReplyDelete
  12. awesome...you are just outsatnding

    ReplyDelete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য