Posts

Showing posts with the label Dedicated to that unknown beautiful girl of Pelling.

এক পাহাড়ি মেয়ে

Image
সতস্ফুর্ত ফিরিতেছিলে North Pelling এর পথে, ভুবন ভোলানো তোমার হাঁসি ঠোটের কোণাতে৷ ফুরফুরে সেই হিমেল হাওয়া পাইন গাছের সারি, পাহাড় মাঝে নজর কাড়া সেই মোহিনী নারী৷ রোদ্দুরেতে দাঁড়িয়ে ছিলে রঙিন বাড়ির পাশে, তোমার বাড়ি যেথায় পাহাড় আকাশ মাঝে মেশে৷ সখির সাথে দাঁড়িয়ে ছিলে সবুজ জামা গায়ে, অসাধারন রঙিন জুতো ফর্সা জোড়া পায়ে৷ হৃদয় আমার যায় হারিয়ে তোমার দিকে চেয়ে, সে যে আমার হৃদয় ছোঁয়া এক পাহাড়ি মেয়ে৷                          — প্রভাত...