বেশ্যা

বেশ্যা
******

পদ্মা পারের মাইয়া আমি
নাইকো ঘরে সুখ,
ঝি খাটি তাই বাড়ি বাড়ি
কাটাইতে মোর দুখ৷

অকর্মা মোর মাতাল মরদ
ঘরে খাবার নাই,
মাঝরাত্তিরে ঢুইকা ঘরে
গতর ছিইড়া খায়৷

একদিন সে বললে ডেকে
কাম পাইসে ঢাকা থেকে৷
চইলা গেলাম মুখের কথায়,
বেচলে মোরে বেশ্যা কোঠায়৷
সেই থেইকা কুকুর গুলা,
এই দেহতেই মেটায় জ্বালা৷

কেমন তোদের সমাজ বাবু,
কেমন তোদের শিক্ষা,
চরিত্র তোর নষ্ট হলেও
আমরা দিই পরীক্ষা৷

নাক সিটকাস বেশ্যা বলে,
রাতেই আবার ডাকিস কোলে৷
দিনের বেলা নষ্টা বলিস,
দিন ফুরাতেই কাপড় তুলিস৷

ক্ষিধের জ্বালায় কাম চাইছি
পাইছি দহন জ্বালা,
দেহের জ্বালায় করলি তোরা
আমায় ফালাফালা,
কেমনে তোরা বুঝবি বাবু
এই বেশ্যার জ্বালা৷

                      —প্রভাত...

Comments

  1. আশা করছি তোমার এই কবিতা পড়ার পর ভদ্র সমাজের মুখোশ পরে থাকা অভদ্র মানুষ গুলোর বিবেক আবার সচেতন হয়ে উঠবে। তারা ভালোর পথ আবার দেখতে পাবে।

    ReplyDelete
  2. হৃদয় স্পর্শ করে গেল ভাই০

    ReplyDelete
  3. Aasadharon... Khub bhalo hoiche

    ReplyDelete
  4. Durdanto.... Protibadi kontho dekhte pacchhi kobita tite... Ei dhoroner aaro kichu lekh

    ReplyDelete
  5. অবশ্যই লিখব... ধন্যবাদ বন্ধু...

    ReplyDelete
  6. Replies
    1. Onek dhonnyobad... Songe thakun amar lekha kobitar...

      Delete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য