ভালোবাসা না যৌনতা
ভালোবাসা না যৌনতা
********************
রাত্রি যাপন ব্যবস্থা আজ
লাচেনের Hotel এ,
নিশীথ যাপন পূর্ণ হবে
Rum এর Bottle এ৷
Driver দা খুবই ভালো
মানুষ সহজ সরল,
তবুও যেন হৃদয় মাঝে
অমানুষিক গরল৷
Hotel ঢুকেই প্রথম দৃষ্টি
প্রীতি নামের মেয়ে,
স্বাগত জানায় হাঁসি মুখে
এক দৃষ্টে চেয়ে৷
Driver দা বললে ডেকে
চোখের ইশারায়,
চাইলে প্রীতি আসবে রাতে
আমার বিছানায়৷
যদিও আমায় ভালোবাসে,
মনটা সাদা পাতা;
কামনার ঝর্ণা ধারায়
মেটাও যৌনতা৷
Balcony তে দাড়িয়ে ছিলাম
আকাশ পানে চেয়ে,
ইশারাতে ডাকছে দেখি
সে সুন্দরী মেয়ে৷
ঘৃনার অনল করছে দহন
হৃদয় হীনা নারী,
প্রেম কি তোমার শুধুই শরীর
এমনি ব্যভিচারি ?
সম্পর্কের নেই কোন দাম
এমনি হৃদয় হীনা,
যতই ভাবি, চলছে বেড়ে
তোমার প্রতি ঘৃনা৷
ভালোবাসার বর্ণনাতে
আমার এ ব্যর্থতা,
এই কি তোমার ভালোবাসা
নাকি শুধুই যৌনতা ?
— প্রভাত..
Shadhu..shadhu..
ReplyDeleteThank u.
ReplyDeleteঅসাধারণ ..
ReplyDelete