অহঙ্কার

কয়েকটা কাজ বেশিই জানিস, তাতেই এত অহঙ্কার!
অফিস থেকে বেরিয়ে দেখিস জীবনটা তোর সব বেকার৷

জীবনে তোর আছেটা কী? টাকার পেছনে দৌড়ালি,
তখন আমি বিষাদ ভুলে মেঘের সাথে জল খেলি৷

মানুষটা তুই বড়ই একা ভাবিস কখনো ফুরসতে,
ইগোর ঢেউয়ের জোয়ার বয়ে শেষ হবি তুই মৃত্যুতে৷

শ্রদ্ধা, ভালবাসা পেয়েও মানুষ হতে পারলি না,
মুখ দেখা আজ বন্ধ তবু ইগোটাকে ছাড়লি না৷

অফিস ছাড়ার কদিন পরে দেখলে তোকে রাস্তাতে,
অহঙ্কারী বলবে লোকে, হাঁটবেনা কেউ একসাথে৷

জ্বলবে আপন সম্পর্কেরা, খুলবি নিজেই নরকদ্বার,
বিবেক দহন ডাকবে মৃতু, জিতবে সেদিন অহঙ্কার৷
                         ✍ প্রভাত...🌠

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট