ঢেউয়ের প্রেমে
নৈরাশ্য চাইছে বিদায় জীবন থেকে,
একঘেঁয়ে মন বৃষ্টি খোঁজে সাগর পাড়ে৷
নোনা জলের অভ্র মেশা বালি মেখে
ঢেউয়ের জোয়ার আদর করে একনাগাড়ে৷
একঘেঁয়ে মন বৃষ্টি খোঁজে সাগর পাড়ে৷
নোনা জলের অভ্র মেশা বালি মেখে
ঢেউয়ের জোয়ার আদর করে একনাগাড়ে৷
ঢেউগুলো সব স্বাধীন বাঁচার স্বপ্নে লেখা,
অনুভূতিরা একলা শুয়ে সাগরতটে৷
চাঁদ রমনীর ভাটার জলে আয়না দেখা,
দমকা বাতাস গভীর চুমু খাচ্ছে ঠোঁটে৷
অনুভূতিরা একলা শুয়ে সাগরতটে৷
চাঁদ রমনীর ভাটার জলে আয়না দেখা,
দমকা বাতাস গভীর চুমু খাচ্ছে ঠোঁটে৷
বন্ধ চোখে বাহুর উষ্ণ আলিঙ্গনে
সোহাগ জানে তোমার গন্ধে নিঃস্ব ও৷
গভীর হতে গভীরে যাই ভাটার টানে,
তোমার দেহের আগুনে জ্বলে ভস্মও৷
সোহাগ জানে তোমার গন্ধে নিঃস্ব ও৷
গভীর হতে গভীরে যাই ভাটার টানে,
তোমার দেহের আগুনে জ্বলে ভস্মও৷
স্মৃতির ঝিনুক লুকিয়ে বাক্সবন্দী করি,
মুক্তোগুলো জমতে থাকুক হৃদয় মাঝে৷
সাগর জলে ফুঁটবে রক্তগোলাপ কুঁড়ি,
মৃত্যু যেদিন আসবে চড়ে পক্ষীরাজে৷
✍ প্রভাত...🌠
মুক্তোগুলো জমতে থাকুক হৃদয় মাঝে৷
সাগর জলে ফুঁটবে রক্তগোলাপ কুঁড়ি,
মৃত্যু যেদিন আসবে চড়ে পক্ষীরাজে৷
✍ প্রভাত...🌠
Kaake utsorgo Kore vaai???
ReplyDeleteTheme ta Shasanka Diyeche.. Serokom vabei lekhar chesta korlam...
Delete