শেষ দেখা

শনিবারের সকাল থেকেই বুক জ্বলে ছারখার,
মরন দেখেছি যেই চোখে, সেই চোখ খুঁজি বারবার৷

উড়ে এল তোমার খবর কী জানি কার মুখে,
কয়েক লক্ষ ড্রাম বেজে যায় হঠাৎ আমার বুকে৷

ওই সিঁড়িতে দাঁড়িয়ে ছিলাম শুধুই তোমার অপেক্ষায়,
সত্যি বলছি, বিশ্বাস ছিল, আসবে তুমি চারতলায়৷

চোখের জলের কয়েকফোঁটা ঠিক দেখেছি আমি,
শেষ দেখার সে মূহুর্তটা হিরের চেয়েও দামি৷

সেই সময়ে নিজেই আমি নিজের মাঝে ছিলাম না,
"ভালবাসি" বলব ভেবেও বলার ভাষা পেলাম না৷

সেভ করেছি মোবাইলে সালোয়ার পরা ছবিটা,
তোমায় দেখেই লিখব আবার হাজার প্রেমের কবিতা৷
                          ✍ প্রভাত...🌠

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট