নিষিদ্ধ

ধামসা মাদল তোমায় দেখে বাজছে কোথাও দূরে,
নিষিদ্ধ রাত খাচ্ছে আদর তোমার বন্ধ ঘরে৷

সন্ধেবেলা মহুয়ার নেশা, যৌবন ভরা শ্রাবণে,
ইচ্ছেগুলো জ্বলছে আবার তোমার দেহের আগুনে৷

শরীর জুড়ে অপূর্ণতা দুই হৃদয়ই জানে,
শিহরণ ভরা দেহ জানেনা পরকিয়ার মানে৷

তোমার চুমু, আমার গীটার, কলেজ ফেরার পথে,
পূর্ণতা তবু হয়নি লেখা আমার ভাগ্যতটে৷

জাতির কলমে লিখিত সমাজ দু-হাত করেছে ভিন্ন,
তাইতো আমার নিষিদ্ধ রাত শুধুই তোমার জন্য৷

সত্যি, এ তো অন্যায়, তবু সমাজ করেছে কী?
তাই হৃদয় ভাঙার সংবিধানে আগুন জ্বেলেছি৷
                          ✍ প্রভাত...🌠

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত