বাবাজী কা ঠুল্লু

নাচে - গানে, বক্সিঙে সেরা, ধর্মের ধ্বজা বেচে খাও৷
নিষ্পাপ নারীর শরীরে কামনার বিষ ঢেলে যাও৷

অন্ধের জয়জয়কার, ভক্তেরা সঙ্খ্যায় কোটি,
ধর্মের বুলির আড়ালে ধর্ষিত হয় সন্ততি৷

তা বলে কী ফাঁসি দেওয়া যায়? তাও যদি নামে থাকে রাম৷
কারাগারে ঢুকে যাবে ঠিক, কিছু নির্বোধের প্রনাম৷

মাথায় বেঁধেছ লাল শালু, নিজেকে ভেবেছ ভগবান৷
ভক্তিকে দুর্বল জ্ঞানে দিয়েছ চরম প্রতিদান৷

তুমি নাকি দেশ সেবা কর? সত্যি! তা তো ভাল বেশ৷
চক্রান্ত? সে তো জানে যোনী, কে প্রবেশ, কে অনুপ্রবেশ৷

                     ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য