আন্তরিক

জড়িয়ে পড়েছে মন৷ মুঠোফোনে, ওপাশের স্বরে৷
অতীতে যেন জ্যোতিষি কিছু লিখে রেখে গেছে শিয়রে৷

সঙ্গীত থেকে গীত নিয়ে, কবি ছাড়া লিখি যদি কবিতা,
স্বপ্নও ভালবাসে পুরু ঠোঁটে সাদাকালো ছবিটা৷

উঁকি দেওয়া রোদ শীত মেখে জানলার কাঁচে,
তোমার গন্ধ ভাসে পাহাড়ের আনাচে কানাচে৷

রাজবাড়ি থাকুক না সাক্ষী, বাঁধভাঙা প্রথম আদরের,
চার চোখে পড়ে নিও মন, যা কিছু আবেগ গভীরের৷

বেশ রাতে সুর ছাড়া কথা, শেষ তবু হয়নি তো গল্প,
ফোন শেষে চিনচিনে ব্যথা, রেশ তবু থেকে গেছে অল্প৷

সুন্দর চোখে যায় ফুরিয়ে, সে যে আছে হৃদয়েই বন্দী,
পলাশ ফুলের মায়া ছাড়িয়ে, শুধু ভালবাসাতেই মন দিই৷

গ্রাম যদি উঠে আসে শহরে? হৃদয়েই করে সংকল্প৷
সুর গুলো বেঁধে নেব গীটারে, ফেলে রেখে হাজার বিকল্প৷
                          ✍ প্রভাত..🌠

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য