বিষাক্ত

সার্জারি রুমে ঢেকে মুখ কতদিন করবে আড়াল?
ছিঁড়ে যাবে ঠিক কোনদিন ভুয়ো মুখোশের বেড়াজাল৷

দেবতার ভনিতা না করে যদি দুটো ভিখ চেয়ে নিতে,
ভরে যেত শ্রদ্ধার ফুল মরণোত্তর সমাধিতে৷

সূঁচ ফোঁটা মৃত খুকু ব্যথায় দেখেছে মহাকাল,
কিভাবে সংশা পায় ডাক্তার নামে জঞ্জাল?

কবরের মাটি ফুঁড়ে কেউ বলে গেল সমাজকে ধিক্,
অর্থের ভারে আজ চুপ খাঁকি চামড়ার পদাতিক৷

সংরক্ষন করা ধারা ডাক্তার গড়ছে হাজারো,
সংবিধানের পাতা ছিঁড়ে সমাজকে বিষ দিতে পারো৷

কে রাখে খবর কোন্ মা অস্ফুটে করে হাহাকার,
কত আর মারবে শিশু সমাজের বিষ ডাক্তার?
                       ✍ প্রভাত...🌠    

Comments

  1. দারুন। এগিয়ে যা আরো

    ReplyDelete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য