রেল লাইনের ধার
ফেলে আসা কিছু অপ্রকাশিত গল্প,
লাইন পারের ঝুপড়ি ঘরেই লেখা৷
সময়খানি সত্যিই ছিল অল্প,
খুব বেশি কিছু হয়নি পড়ে দেখা৷
শিশু কোলে এক যৌবনা কালো মেয়ে,
নিস্তব্ধ সে রেল লাইনের ধার,
টাকা উড়ে যায় যুবতী শরীর ছুঁয়ে,
বুকে লেগে থাকে জমাট অন্ধকার৷
ঝোপ থেকে ডাকে অর্ধনারীশ্বর,
কম টাকাতে সেও তো কিছু বেচে৷
রঙ বদলায় নিষিদ্ধ শহর,
মানুষ বিচারে আমরাও একপেশে৷
কিছু চাপা পড়ে, কিছু ছিঁড়ে খায় হায়না,
মৃত্যুর পর কেউ করে না শোক৷
ছোঁয়া যায় যাকে, ভালবাসা তবু যায়না,
তাদেরও তো কিছু গল্প লেখা হোক৷৷
✍ প্রভাত..🌠
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..