আত্মহনন
শিক্ষা করেছে আত্মহনন, দেখ
স্বর্ণমুকুট এঁটেছে মুখে কুলুপ৷
জ্বলছে শ্মশানে রাজ্যের অভিশাপও,
স্বৈরাচারী সামনে আছে, চুপ৷
বইয়ের মলাট উড়ছে ঝাঁটার তলে,
চপের ঠোঙায় সাহিত্য পায় শোভা৷
পেটখারাপের শিল্প ঢেকুর তোলে,
মূর্খ করে সবুজ জনসভা৷
রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর মিছেই
গড়ল সমাজ শিক্ষাধারার স্তম্ভে৷
উন্নতি চাপা লন্ডনের নিচেই,
রাজ্য বাঁচে মিথ্যা স্বপ্নদম্ভে৷
নিভেছে আলো সাম্রাজ্যে অপমানের ঝড়ে,
মায়ের আঁচলে আগুন জ্বেলেছে মাটির মিরজাফরে৷
✍ প্রভাত..🌠
স্বর্ণমুকুট এঁটেছে মুখে কুলুপ৷
জ্বলছে শ্মশানে রাজ্যের অভিশাপও,
স্বৈরাচারী সামনে আছে, চুপ৷
চপের ঠোঙায় সাহিত্য পায় শোভা৷
পেটখারাপের শিল্প ঢেকুর তোলে,
মূর্খ করে সবুজ জনসভা৷
গড়ল সমাজ শিক্ষাধারার স্তম্ভে৷
উন্নতি চাপা লন্ডনের নিচেই,
রাজ্য বাঁচে মিথ্যা স্বপ্নদম্ভে৷
মায়ের আঁচলে আগুন জ্বেলেছে মাটির মিরজাফরে৷
✍ প্রভাত..🌠
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..