বারিষবৃত্তে


অতিথি বারিষে নাম লেখা নেই যার
নেভেনি জ্বলার আগে, বিশারদ সে'ই৷
রাতের চৌকাঠ থেকে বনলতা ডাক
বিষণ্ণ ডানায় ফেরে জীবনানন্দতে৷

মেঘের সহস্র চোখ প্রতিক্রিয়াময়
উড়ালপুলের তরী সন্ধ্যের ব্রুনেই৷
জানলা আঁকড়ে অভিসারের সময়
বিরহ যে ফিরে যাবে, বাল্যকাল নেই৷

আলোটি জ্বলার চেয়ে নিভে থাক, বেশ৷
প্রগলভ অন্ধকার, প্রহসন নেই৷
আহত বুকের জলে ধোঁয়ার প্রবেশ...
শোক তার প্রতিভাষ লিখে রাখবেই৷

জেগে থাকা ভাল হত, নিহতের আগে
ঘুম সেই বিষ যার জীবন বৃত্তেই
বারিষনামার খাতা ভাসিয়ে প্রয়াগে
বৃষ্টি এলে ভেজেনা এমন কেউ নেই৷

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট