পুরুষ

পুরুষ

ঝড়ের সন্ধ্যার শেষে দাঁড়িয়ে রয়েছে, মাঝে মাঝে মাথা নেড়ে অস্তিত্বের হাওয়া দিয়ে যায়৷ আড়ম্বরহীন এক জীবনের ধারা, তোমাকেই স্বস্তি দেবে বলে৷ প্রচণ্ড দহনের দিনে খুঁজে দেখো, যথাস্থানে দাঁড়িয়ে রয়েছে কাঠিন্যের তালগাছ রূপে৷ 
অভিমানী বোঝেনা সে ক্ষয়৷ কে ছায়া বিলোবে তাকে যার পথে হাঁটে না সময়? 
দোষ দিয়ে যাও হে পথিক... যুগে যুগে দাবি করো যাকে, সে মাথায় বারিষ থামায়৷
হয়তো হারাবে তবু হারেনা কখনো সে পুরুষ, তার প্রত্যয়৷

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত