দাগ

জীবন বাঁচাবে বলে ঝাঁপ দিচ্ছ মূর্খের অনলে..
মুখোশে স্বরূপ ঢেকে ছদ্মবেশে দোষারোপ চলে৷

পিঠে কার চাবুকের দাগ?
তোমাকে চিনিয়ে দেবে
                বিপরীতে আয়নার স্বভাব৷

যে কান্নার ভাগিদার নেই
                     সমাজের নেই কোনো দায়...

অস্ত্রকে আপন ভেবে মৃত্যুকেই স্বাগত জানাই৷
                    ✍ প্রভাত ঘোষ ⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য