বীথিকা সঙ্গমে

খেজুরে আলাপ ছেড়ে বনবীথিকায়
নিভৃতে রতির আত্মসুখ৷
পাখি ও পায়ের শব্দে আত্মমগ্ন, দেহে
পলাশের সুগন্ধি তাড়না৷

প্রকৃতি কাপড় খুলে ভেঙে দিচ্ছে সতির সংযম৷

সভ্য পরকীয়া নয়,
বন্যতার স্তবে
উন্মুক্ত বুকের মাঝে নগ্নস্নান সত্যের নিয়ম৷

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত