ঝড়

আগুনের গর্ভগৃহে বেড়ে উঠে আঘাত প্রবণ৷ আসক্ত ঘুর্ণির বেগ চরিত্রের অন্তরালে ঢুকে.. নিজেরই পৃথক রূপ নিমগ্ন সত্তায় চিনে নেওয়া দুর্লভ জেনেছি৷
চোখের শলাকা ছাড়া আর কোন উল্কাপিণ্ড নেই৷ আছাড় মেরেছে যত, বুকে টেনে নিয়েছে আমায়৷ দূরত্ব নস্যাৎ করে নীবিড় উষ্ণতা, যেন তার বুক থেকে সরিসৃপের মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে৷

বাহুতে ধ্বংসের সুখ... তারও ব্যথা স্বর্গীয় প্রণয়৷

যতটা আগুন আছে পৃথিবীতে তত জল নেই৷ সমীহ ও নিঃস্বতার মাঝে যার বাস, তার গন্ধে নিজেকে পোড়াই৷ ঝড় আর বেশি দূরে নয়৷ এবেলা   ওবেলা, প্রতিক্ষণ টুপটাপ শব্দের আভাস৷ বৃষ্টি এক পরম্পরা, নতুন জন্মের৷ হে মেঘ, জটার কেন্দ্রে সর্বগ্রাসী হও, বদ্ধ কফিনের শিরে আঘাতে আঘাতে মুক্ত কর অহল্যাবিকার৷

তুমি যাকে মৃত্যু বল সে আমার প্রেমিকার ঘ্রাণ৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য