গুচ্ছ কবিতা
১)
নিভৃতে শ্মশান ঘরে এসে
নিয়ে যায়,
বাঁচিয়ে পোড়াবে৷
যেভাবে মোহেরা জ্বলে
চরম বিশ্বাসে বা আঘাতে৷
২)
ওপ্রান্তে আয়নার ভ্রমে
রন্ধ্রে রন্ধ্রে পুঁতে দিচ্ছ বিষ৷
যাকে প্রেম বল
তা আসলে শাদা ছাইয়ের অতীত৷
৩)
হারানোর ভয়
যেন দুর্লভ শৃঙ্গার..
অভিসারি প্রতিক্ষায় লুকিয়ে রেখেছ!
কারোর গ্রহনে নয়
সে তোমার অন্তর্নিহিত৷
৪)
হৃদয় প্রকোষ্ঠ থেকে
নাভিকুণ্ড কিংবা তারও নিচে
রসনায় তৃপ্তি শেষে
ঘেন্না ধরে সুগন্ধি মরিচে৷
৫)
পিণ্ডের বিদায় হলে
ঘর মোছা স্মৃতির বিষ্ঠায়
আহ্বানের দ্বিধা লেগে থাকে৷
৬)
আমৃত্যু দহন ঝড়ে
বহু পৃষ্ঠা ছেড়ে গেছে খাতা৷
প্রাকৃত দুর্যোগ ছাড়া
ভেজেনি কি কোনো কোলকাতা?
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..