দূরত্ব
সে আসে দয়ার মতো, তাই দেখে নেচে ওঠে তৃণ,
যেন তার জন্ম হবে বালির ভেতরে৷ কল্পনার পূর্বে কোন পরীও থাকে না৷ প্রয়োজনে পাওয়া যাবে সে বিশ্বাস কই? হাওড়ার ফুটপাথে, ব্রিজের কানাচে কারা না কী ভবিতব্য মাপে? এখন সে বিশ্বাসের কাঁটা আরও গলায় বিঁধেছে৷ ভুল করে ভবিতব্য যদি... বিশ্বাসেই কলম চালায়! ভয়ে ভয়ে ঝুলে পড়ি নিয়তির ঝুলের চাদরে৷
চরিত্র নির্লোম হলে কাছে আসা বিড়ম্বনাময়৷ যে ঢেউ অন্যের ঘাটে সংসার পেতেছে তার স্পর্শ বিপজ্জনক৷ গণ্ডারের ত্বক হলে খেলেও আরাম, আছাড়ের ব্যথাও লাগে না৷
ভিন্নতা স্ফটিক হলে পালানোই প্রথা?
পাথর হবার পরও অতীতের রেশ থেকে যায়৷
তৃপ্তির হিসেব যত সময়ের হাওয়ায় উড়েছে.. জীবন ও হৃদয়ের দূরত্বের স্পষ্টতর রূপ
আঁকা হয় ভাঙনের আগে৷
এ দূরত্ব ভাঙনের নয়৷
দিনে-রাতে বৃক্ষ হয়, যেভাবে সময়৷
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..