পেখমবাড়ি

অন্ধকারের সবুজ পেখমবাড়ি
পেছন ফিরে হাঁটছি অজান্তেই
ছায়ার শেকড় গোটাচ্ছে পাততাড়ি
রোদের তো আর বাপের বাড়ি নেই৷

জলের ওপর সাজালে মৃত্যুকে
পুকুর পাড়ে স্টেটাস ডোবার দায়
জীবন যখন লোভ নিয়েছে টুকে..
দহন বাতাস পেরোচ্ছে কান্নায়৷

নিমন্ত্রণে মেঘের খবর কই?
জানলা জুড়ে প্রেমিকি উদ্বেগ
ছোট্ট অমল খোঁজে না আর দই
পত্র তোমার ফিরিয়ে দিলে মেঘ৷

পেখমবাড়ির দরজা খোলা আজও
শরিক বাড়ে রাস্তা পেরোলেই...
ভাঙার আগে স্বপ্ন দেখে জাগো
ওই বাড়িতে ভোটের ব্যালট নেই৷
              ✍ প্রভাত ঘোষ⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত