আহূতি

শেয়ানের বিষাদ ক্রিড়ায়
                বেঁচে ওঠে ভগ্নাশেষ প্রাণ
কেবলই স্মরণ করে টেরাকোটা পেরিয়ে এলাম৷

আঁচড়েই ঠিকরে আসে জ্যোতি
হৃদয় মিলিত হলে মৃত্যুরাও ক্ষমা করে ক্ষতি৷

কোন এক ভ্রমের মলাটে
                 পরিচিত লেখকের নাম..

নগ্ন দ্বীপে অন্ধকার ছুঁয়ে
নিজেকে নিজের থেকে বের করে আহূতি দিলাম৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য