অপূর্ণ

আড়াল থেকে দেখবে আমার গায়ে
অপার্থিব কান্না লেগে আছে
বৃষ্টি থেকে পৃথক হয়ে ঝরছে তোমার নামে৷

বৃষ্টি যেদিন ভাসিয়ে যাবে, সামলে নেবে কান্না
অহংকারী নাকের নিচে, ঠোঁটের কোণে পান্না৷

ধরতে গেলে পালিয়ে যাব ভয়ে
নিজের অতীত চিনতে পারো পাছে
শূন্য দিয়েই পূর্ণ হবে অস্বীকারের দামে৷

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত