অপূর্ণ
আড়াল থেকে দেখবে আমার গায়ে
অপার্থিব কান্না লেগে আছে
বৃষ্টি থেকে পৃথক হয়ে ঝরছে তোমার নামে৷
বৃষ্টি যেদিন ভাসিয়ে যাবে, সামলে নেবে কান্না
অহংকারী নাকের নিচে, ঠোঁটের কোণে পান্না৷
ধরতে গেলে পালিয়ে যাব ভয়ে
নিজের অতীত চিনতে পারো পাছে
শূন্য দিয়েই পূর্ণ হবে অস্বীকারের দামে৷
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..