রবীন্দ্রনাথ

নিভৃত হৃদয় ছবি শতবর্ষ ধরে
কান্নার প্রহরে
জীবনের উন্মেষ বা শোক
একই পাত্রে পূর্ণ অবস্থান৷
তোমার আশ্রয় গৃহ জন্মের প্রমাণ৷

যুদ্ধহারা শিথিল আবেগে
বন্ধ্যা-বৃন্ত শবমূর্তি রূপে
বিষণ্ণ পাখিটি কাঁদে বিভ্রমের হারানো পালকে৷
সেই দ্বারে সমুদ্রের প্রবেশিকা রেখে
ব্রহ্মাকে করেছ ব্রহ্মদান৷

কণ্ঠহীন জরায়ুর বুকে
আজ মহাসাগরের গান৷

যখনই ঘিরেছে অন্ধকার
তোমার প্রহার...

দর্শন ও অনুভবে তুমি ও আমার অভিসার৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য