যে ঝড়ে দধীচি জন্মায়
যে ঝড় আসেনি তার প্রয়োজন ছিল?
গোছানো মৃত্যুর পরে স্বাধীনতা কত
সেসব জানেনা ওই গৃহস্থ যে দ্বারে
ঝড় তার নিশান রাখেনি
নীরস, শান্তির মৃত রূপে৷
গতি ও ধ্বংসের মাঝে বাঁচার অভ্যাসে
রাহুর গ্রাসের শোক
দধীচিকে যখম করেনা৷
নিঃস্ব হোক.. শান্ত হোক..
জলধীর গ্রন্থাগারে দারিদ্রের স্নানে
শোকগঙ্গা যাদের নিয়ম..
(সংবাদ উল্লাস করে শুধু)
সে গ্রন্থের মলাট থাকেনা৷
বিলাসী চেয়ারে যত ছাপ
দেখে আর শুয়ে শুয়ে বিলাসদরদী৷
ধ্বংসের পাঁজর উঠে গড়ে নেওয়া নতুন কাঠামো
প্রশ্ন করে কার ঘরে গ্রন্থকার ছিল..
যে তোমায় মনীষী বানালো৷
যে ঝড় আসেনি তারও প্রয়োজন ছিল৷
✍ প্রভাত ঘোষ⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..