মুখোশ
শিৎকার, শিৎকারে ক্ষয়, গুণী
চরিত্রের জয় পরাজয়
ক্ষমায় ভুলিনি৷
যে স্পর্শ চেনেনি জরা, পরম বিশ্বাসে
কুম্ভনিদ্রা পাশে
বদরক্তে দৃঢ়, সুপ্ত লিপ্সার বিনুনি৷
চৌকাঠ পেরোলে ঘৃণা নিও
কাব্য যার ধৃষ্টতার, শারীরবৃত্তিয়৷
কুণ্ঠার বিরাম নেই
মুখোশ কে দিয়েছে তোমায়?
ইতর তোষণ হলে আমাদেরই দায়৷
খুলে দিচ্ছ বস্ত্রখানি ভগিনীর, বিনিদ্র তৃষ্ণায়..
মহাকাব্য পুড়বে বলে ডুব দিয়ে আসে নর্দমায়৷
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..