রক্তাক্ত ঘুঙুর
ঘুঙুর ভেঙেছে যার, রক্ত ঝরা জমিনে ছয়লাপ
বিধবার কাপড়ে ছিটিয়ে—
ধুয়ে ফেললে জ্যোৎস্না আর নিংড়ে নিলেই পাপ
ভুলে যায় ক্ষমাও সংলাপ
শব্দের প্রকৃতি এসে জনান্তিকে দিয়ে যাও আলো
চড়া রোদে দৃষ্টি দিলে কালো
ফুটোয় চাঁদের আলো, চালা ঘর তবুও রঙিন
ভাঙা লবঙ্গের ঝাঁঝে প্যার
বিচূর্ণ লঙ্কার বুকে
গোপনে লুকিয়ে থাকে মারণের বিষেলা ক্যান্সার
কোথায় ধুলোর ঝড়, যেখানে ধুলোর মুঠি চোখে
নিজ হাত, নিজের বিচার—
ঘাড়ের উদ্দেশ্যে নিজে কুঠার ওঠাবে না কি
হাত ধুয়ে সাজাবে বিহার...
এরকম লেখা পড়লে সমস্ত ওলোট পালট হয়ে যায়। ভালো লাগলো।
ReplyDelete