ছায়া
নিজের ছায়ার কাছে বসে আছি রবিবার, দুপুরের ছাদে দেখছি কিভাবে সূর্য নড়ে গেলে সরে যায় ছায়া আমাদের মায়া দূরে ঝাঁক পায়রার দল সারি বেঁধে উড়ে যাচ্ছে ঘুরপাক খেয়ে ফের ফিরে আসছে বাড়ি আমরা তার কতটুকু পারি বড়দিন, জন্মদিন সব ফিকে হয়ে আসে সময়ের পথে তবু কেউ ধরে থাকে, ব্যতিরেকে সমস্ত লাঞ্ছন আলো জ্বালে, বলে কর্নেল আউট হয়ে কত দিন বেঁচে থাকে বর্ডারের ফাঁক সময়ে ফারাক আর মায়ায় বাঁধন পাহাড়ে দিনের পর রাত নয় মৃত্যু নেমে আসে যেটুকু দিনের আলো - চেখে নাও, দেখে নাও, বেঁচে নাও প্রকৃতির ঋণে যেটুকু জীবন আছে দিনে আমরা সব সন্ধানী ডুবুরি মৃত্যু আসছে জেনেও আমরা উজ্জাপন করি। © প্রভাত ঘোষ