Posts

Showing posts with the label #বাংলা কবিতা

ছায়া

নিজের ছায়ার কাছে বসে আছি রবিবার, দুপুরের ছাদে দেখছি কিভাবে সূর্য নড়ে গেলে সরে যায় ছায়া আমাদের মায়া দূরে ঝাঁক পায়রার দল সারি বেঁধে উড়ে যাচ্ছে ঘুরপাক খেয়ে ফের ফিরে আসছে বাড়ি আমরা তার কতটুকু পারি বড়দিন, জন্মদিন সব ফিকে হয়ে আসে সময়ের পথে তবু কেউ ধরে থাকে, ব্যতিরেকে সমস্ত লাঞ্ছন আলো জ্বালে, বলে কর্নেল আউট হয়ে কত দিন বেঁচে থাকে বর্ডারের ফাঁক সময়ে ফারাক আর মায়ায় বাঁধন পাহাড়ে দিনের পর রাত নয় মৃত্যু নেমে আসে যেটুকু দিনের আলো - চেখে নাও, দেখে নাও, বেঁচে নাও প্রকৃতির ঋণে যেটুকু জীবন আছে দিনে আমরা সব সন্ধানী ডুবুরি মৃত্যু আসছে জেনেও আমরা উজ্জাপন করি। © প্রভাত ঘোষ 

রক্তাক্ত ঘুঙুর

ঘুঙুর ভেঙেছে যার, রক্ত ঝরা জমিনে ছয়লাপ বিধবার কাপড়ে ছিটিয়ে— ধুয়ে ফেললে জ্যোৎস্না আর নিংড়ে নিলেই পাপ ভুলে যায় ক্ষমাও সংলাপ শব্দের প্রকৃতি এসে জনান্তিকে দিয়ে যাও আলো চড়া রোদে দৃষ্টি দিলে কালো ফুটোয় চাঁদের আলো, চালা ঘর তবুও রঙিন ভাঙা লবঙ্গের ঝাঁঝে প্যার বিচূর্ণ লঙ্কার বুকে গোপনে লুকিয়ে থাকে মারণের বিষেলা ক্যান্সার কোথায় ধুলোর ঝড়, যেখানে ধুলোর মুঠি চোখে নিজ হাত, নিজের বিচার— ঘাড়ের উদ্দেশ্যে নিজে কুঠার ওঠাবে না কি হাত ধুয়ে সাজাবে বিহার...

মেয়াদ

প্রাথমিক কিছু নয়, ভ্রমটুকু শোক তোমাকে জাগাবে বলে মেরে ফেলে দৃষ্টিহীন লোক৷ যে আগুনে মৌন মুখ হারানোর ভয়ে পাথরে পাথর ঠুকে হার্টবিট ক্ষয়... রাজহংসী হতে পারো বিশাল সে সমুদ্র নগরে স্বর্ণপদ্ম বেষ্টনীর মাঝে যেখানে লহরী জাগে শুভ্রস্নাত বধূটির সাজে তাকে শুধু কথা দিও, আর গন্ধ দিও ভালোবাসবার৷ সবেরই মেয়াদ হয় ঢেউ, পদ্ম জোয়ারের মতো ততটা আপন কর যা তোমাকে দিয়ে যাবে ক্ষত গাঢ়; কোনো প্রস্তর যুগের ইতিহাস খোঁড়া হলে ভবিষ্যত কুড়োবে প্রমাণ৷ শোক নয়, শোক নয়, জয়... কখনো প্রেমের আগে প্রেমিকের মেয়াদ ফুরোয়৷ ফসফরাসের গায়ে সমুদ্রের নোনা ইতিহাস আলিঙ্গন গৃহে অস্তমিত প্রেমটির অঙ্গার সাজিয়ে... সঞ্জীবনী দেশ পাবে প্রাচীন ক্ষতেই৷ গুপ্তধন ঝিনুকের ঘরে, তার কিছু হারাবার নেই৷ তবুও বিদায় বলে সারারাত জাগাবে বলেই৷