মেয়াদ
প্রাথমিক কিছু নয়, ভ্রমটুকু শোক
তোমাকে জাগাবে বলে মেরে ফেলে দৃষ্টিহীন লোক৷
যে আগুনে মৌন মুখ হারানোর ভয়ে
পাথরে পাথর ঠুকে হার্টবিট ক্ষয়...
রাজহংসী হতে পারো বিশাল সে সমুদ্র নগরে
স্বর্ণপদ্ম বেষ্টনীর মাঝে
যেখানে লহরী জাগে শুভ্রস্নাত বধূটির সাজে
তাকে শুধু কথা দিও, আর
গন্ধ দিও ভালোবাসবার৷
সবেরই মেয়াদ হয় ঢেউ, পদ্ম জোয়ারের মতো
ততটা আপন কর যা তোমাকে দিয়ে যাবে ক্ষত
গাঢ়; কোনো প্রস্তর যুগের
ইতিহাস খোঁড়া হলে ভবিষ্যত কুড়োবে প্রমাণ৷
শোক নয়, শোক নয়, জয়...
কখনো প্রেমের আগে প্রেমিকের মেয়াদ ফুরোয়৷
ফসফরাসের গায়ে সমুদ্রের নোনা ইতিহাস
আলিঙ্গন গৃহে
অস্তমিত প্রেমটির অঙ্গার সাজিয়ে...
সঞ্জীবনী দেশ পাবে প্রাচীন ক্ষতেই৷
গুপ্তধন ঝিনুকের ঘরে, তার কিছু হারাবার নেই৷
তবুও বিদায় বলে সারারাত জাগাবে বলেই৷
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..