মৃত্যুর মৃত্যুদণ্ড ( অপ্রকাশিত )

সুতোতে আঘাত করে আয়ুকে পোড়ানো হলে
ভালবাসা শীতঘুমে যায়;
বেঁচে থাকে বিষাক্ত ক্ষমায়৷
দিনলিপি যুদ্ধ করে, স্নান করে, ঘামে,
প্রেমের বিলাপ ভাসে সহস্র প্রণামে৷

সময় আশ্চর্য বায়ু, নিঃশ্বাস নিভিয়ে দিতে পারে৷
যার সুরে নাচবে বলে মায়াবহ্নি এসেছে দুয়ারে৷

অনুজ প্রয়াত হলে মাটিও কলার ধরে
বিধিকে শাসায়৷
কত শব্দ ছন্দে বাঁধা নির্বিকার পড়ে আছে ব্যবধানে
সুরের আশায়...

ঈশ্বরের নেই কোনো দায়?

যে গানে বারিষনামা কাঁদবে বলে ছেড়ে আসে ঘর;
সেই পথে নেমেছ ঈশ্বর?
প্রতিটি মেঘের বুকে লেখা আছে বন্য বিষোদ্গার৷
প্রেমকে হারিয়ে দেবে এত বড় ঈশ্বর তোমার?

এমন কয়েদে ভরো, প্রেমটিকে পুজো করো,
শোক ফিরে যাক বিদ্রুপেই৷
বিধানও বিচার চায় বিচারের হত্যা হলে,
মৃত্যুর কি মৃত্যুদণ্ড নেই?

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত