নিশীথের প্রতি ( অপ্রকাশিত)

জিভ থেকে খুলে রাখা প্রয়াসের চাকা
সোনায় বাঁধিয়ে রাখা কণ্ঠগুহা থেকে
খুন করে উন্মেষের ডানা৷

কয়েদ করেছো যত তত তুমি অন্ধ হলে আজ
জলুসের চোখ পেলে প্রেক্ষাগৃহে হারাবে স্বরাজ৷
মায়াবী মরুতে ক্রীতদাসের প্রথায়
সন্ধানের সুখ ছিঁড়ে পথ আজ তোমাকে চালায়৷

অভিমত লাঠি পেলে ধৃতি ওড়ে নিশীথের প্রতি৷
ঘুমন্ত স্বপ্নের কাছে বেড়ে চলে দেনা;
তোমাকে বেঁধেছে জ্যোতি
ক্ষমতা না চিনলে ঘোড়া নিজেকেই পেরোতে পারে না

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত