চরিত্রহীন

লজ্জার দ্বারে মাথা নুয়ে আছে কাম
নিয়ন্ত্রণের ছাই চাপা বিছানায়
সুযোগের তাসে ইন্দ্রজিতের বাণ
স্মরণের পরে আগুনের পরিখায়

ডুবে যেত, শুধু লজ্জার খুঁটে বাঁধা
আয়নার কাছে চরিত্রদের মুখ৷
না, ছুঁয়ে দেখেনি কুয়াশার বুকে ধাঁধা
পালা করে করে চেটে গেছে উৎসুক৷

অন্ধকারের উত্তেজনায় ধ্বস
নিশিরাত, বাঁকা চাঁদ এসে খেতে চায়
নেশার চাদরে বাতিলের খসখস
দু ফোঁটা মাদকে ময়নার মতো গায়৷

তারা নেই, ফাঁকা মেঘে মেঘে গর্জন
বেরোতে পারেনি অরণ্যে যার ঘর
নিজেই নিজের আগুন নিয়ন্ত্রণ
জ্বলেনি, ভেতরে ভিজে ভিজে গেছে খড়৷

কালো, ভাঙা বিশ্বের নিচে উদ্যান
যা কেউ দেখেনি.. ঘুণ পোকা এসে খায়
চরিত্রহীন আদরের কাছে ম্লান
যা কিছু পেয়েছে তারও বেশি দিতে চায়৷

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত