বারিষনামা # ১৩

যখমের ঘরে, সন্ত্রাস শেষে
আধমরা কুয়ো, নিরাশার দেশে
দাদরার চালে বাতাসের সঙ্গীত৷

ঠিক প্রেম নয়, বিবিধ ক্ষতের
বেঁচে থাকা মেঘেদের সমাবেশ৷
পুতুলের ঘরে এসেছ পরীক্ষিত!

পিছুটান নেই, তবু কত টান
পাখিটির ঠোঁটে বিরহ প্রয়ান
বাঁধানো উঠোনে বৃষ্টির আগমন৷

কুয়াশা বিক্রি শালুকের দামে
যতটুকু আছি শুধু এই নামে
মৃত গোলাপের সমুদ্র মন্থন৷

এইটুকু থাক, পথ নির্বাক
যতদূর যায় যাক চলে যাক
বুক ছুঁয়ে থাক প্রিয় বারিষের স্বর৷

কিছু নেই, তবু কিছু তো আছেই
মরুভূমি যেন চাঁদের কাছেই
ভালো থাক যারা ইয়েমেনে বাঁধে ঘর৷

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য